Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য কর্মসূচী

৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য ও কর্মসূচী তালিকা:

০১। ইপিআই কার্যক্রম।

০২। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা দান।

০৩। এন আই ডি কর্মসূচী পালন।

০৪। ০২-০৫বৎসর শিশুদের বৎসরে দই বার উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো।

০৫। ফাইলেরিয়া/মর্বিডিটি কর্মসূচীর আওতায় গণ ঔষধ সেবন।

০৬। মা ও শিশুর মৃত্যুর ঝুকি হ্রাস করণ।

০৭। নবজাতক শিশুর জন্ম নিবন্ধন করণ।

০৮। মা ও শিশুর মৃত্যুর তালিকা প্রনয়ন করণ।

০৯। স্বাভাবিক মৃত্যুর তালিকা প্রনয়ন।

১০। আর্সেনিকোসিস রোগির তালিকা প্রনয়ন করে উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের কাছে প্রেরন করা।

১১। বাড়ী বাড়ী খুজে খুজে অসংক্রামক রোগির তথ্য সংগ্রহ করা।

১২। ডায়রীয়ায়, এ.এফ.পি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, হাম রোবেলা ইত্যাদি রোগে আক্রান্ত রোগীর সেবা ও স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করণ।

১৩। অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীকে তাৎক্ষনিক সেবা ও স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা।

১৪। বৎসরে একবার ভৌগোলিক পর্যবেক্ষনের মাধ্যমে জি আর কাজ করা।

১৫। নিজ নিজ কর্ম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ০৬-১২বৎসর বয়সী শিশুদের বৎসরে দুবার কৃমিনাশক ঔষধ সেবন করা ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে প্রতিমাসে একবার করে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা।

১৬। এছাড়া সকল প্রকার রোগের পরামর্শ প্রদান করণ।